ঢাকা     রোববার   ১৬ জুন ২০২৪ ||  আষাঢ় ২ ১৪৩১

আজমিরীগঞ্জে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২৪ মে ২০২৪  
আজমিরীগঞ্জে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে জুয়া ও মাদক বিরোধী অভিযানে নগদ অর্থসহ জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়াড়ি গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (২৪ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে আজমিরীগঞ্জ থানা পুলিশ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর ও শরীফপুর ফুটবল খেলার মাঠে অভিযান পরিচালনা করে। অভিযানে জুয়া খেলার আলামতসহ ৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। 

এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানায় এবটি মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা জেলায় যোগদানের পর তার নির্দেশে পুলিশ মাদক, জুয়া ও চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এছাড়াও অপরাধ দমন, আসামি গ্রেপ্তার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলারক্ষাকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়