ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

বাগমারায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২৪ মে ২০২৪  
বাগমারায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

ইলিয়াস আহমেদ

রাজশাহীর বাগমারা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ইলিয়াস আহমেদ (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৪ মে) ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইলিয়াস আহমেদ উপজেলার গণিপুর ইউনিয়নের মাঝিগ্রামের মৃত সাজেদুর রহমানের ছেলে।

স্বজনরা জানান, জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে গত ১৩ মে ইলিয়াসের ওপর হামলা হয়েছিল। সেদিন বিকেলে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেল গতিরোধ করে তাকে এলোপাথাড়িভাবে দেশীয় অস্ত্র দিয়ে কোপানো হয়। এই হামলার নেতৃত্ব দেন তার ফুফা শ্বশুর আইনুল হকসহ আরও ৭-৮ জন।

বাগমারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেব খান বলেন, হামলার শিকার ইলিয়াস মারা গেছেন। তার উপর হামলার ঘটনায় মামলা হয়েছিল। সেটিই এখন হত্যা মামলায় রূপ নেবে।

কেয়া/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়