ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে লরির পেছনে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ২৫ মে ২০২৪   আপডেট: ০৯:৪১, ২৫ মে ২০২৪
টাঙ্গাইলে লরির পেছনে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত লরির পেছনে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানের  চালক ও হেলপার প্রাণ হারিয়েছেন। 

শনিবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কাভার্ড ভ্যানের চালকের নাম আলমগীর হোসেন। তার বাড়ি যশোর জেলায়। তবে তাৎক্ষণিকভাবে হেলপারের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস উল্টে যায়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, ভোর সাড়ে ৫ টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকার দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছালে একটি ঢাকামুখী কাভার্ডভ্যান লরির পেছনে ধাক্কা দেয়। ফলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হয়। 

কাওছার/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়