ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

শ্যামনগরে সড়কে ঝরল কলেজ ছাত্রের প্রাণ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ২৫ মে ২০২৪  
শ্যামনগরে সড়কে ঝরল কলেজ ছাত্রের প্রাণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ট্রাক্টরচাপায় পলাশ আউলিয়া (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

শনিবার (২৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার নওয়াবেকী-বুড়িগোয়ালিনী সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পলাশ আউলিয়া শ্যামনগরের মুন্সিগঞ্জ গ্রামের ভোলা আউলিয়ার ছেলে ও নওয়াবেকী কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।  

স্থানীয়রা জানান, সকালে পলাশ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় নওয়াবেকী-বুড়িগোয়ালিনী সড়কে পেছন দিক থেকে একটি মাটিবাহী ডাম্পার ট্রাক্টর চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এছাড়াও গত ২৩ মে (বৃহস্পতিবার) সকালেও ডাম্পার ট্রাক্টরের চাপায় আব্দুল করিম (৩২) নামে আরও এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ ডাম্পার ট্রাক্টরটি জব্দ করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে সাতক্ষীরা সদর হাসতাপাল মর্গে পাঠানো হবে। তবে এ ঘটনায় ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি।

শাহীন/ইমন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়