ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

ফরিদপুরে ২ টিকটকার গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২৫ মে ২০২৪  
ফরিদপুরে ২ টিকটকার গ্রেপ্তার

মারামারির মামলায় ফরিদপুরের সালথায় দুই টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) ভোরে উপজেলার রামকান্তপুর এলাকার বিশ্বাস বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সালথার রামকান্তপুর এলাকার বকুল মোল্যার ছেলে তুহিন মোল্যা (১৮) ও একই এলাকার ছমির বিশ্বাসের ছেলে শাফায়েত বিশ্বাস (২০)।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক বলেন, গ্রেপ্তারকৃত ওই দুই তরুণ টিকটকের আড়ালে এলাকায় নানাবিধ অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। স্থানীয় একটি মারামারির ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মারামারির ওই ঘটনায় মো. ইছা মাতুব্বর ও তার বোন জামাই লিঠু ফকির আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে আহত ইছা মাতুব্বরের মামা কুদ্দুস মোল্লা গত বুধবার (২২ মে) রাতে বাদী হয়ে সালথা থানায় মামলা করেন। আইনগত প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়