ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে ৭০ যাত্রী নিয়ে ট্রলার ডুবি 

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ২৬ মে ২০২৪   আপডেট: ১২:১২, ২৬ মে ২০২৪
বাগেরহাটে ৭০ যাত্রী নিয়ে ট্রলার ডুবি 

মোংলা নদীতে ডুবে যাওয়া ট্রলারের যাত্রীরা সাঁতরে তীরে উঠার চেষ্টা করছেন।

বাগেরহাটের মোংলায় অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। রোববার (২৬ মে) সকালে মোংলা নদীর ঘাটে ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ট্রলারটি ডুবে যাওয়ার পরপরই যাত্রীরা সাঁতরে তীরে উঠে আসেন। কিছু যাত্রী নিখোঁজ থাকতে পারেন এমন আশঙ্কা থেকে নদীতে উদ্ধার তৎপরতা শুরু করেছে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল। 

আরো পড়ুন:

মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না বলেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণে আজ সকাল ৯টা থেকে ১০টার মধ্যে একটি ট্রলার মোংলা নদীতে ডুবে যায়। ট্রলারটিতে ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিলেন বলে জানতে পেরেছি। ট্রলার দুর্ঘটনার পরপরই খোঁজখবর রাখছি।  যাত্রী নিখোঁজ আছে কিনা, সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে। নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে অভিযান চালাচ্ছে।

শহিদুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়