ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি বহিষ্কার

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ২৬ মে ২০২৪  
ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি বহিষ্কার

ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মোল্যাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মনিরুজ্জামান মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান।

শনিবার (২৫ মে) ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- সালথা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সংগঠন বিরোধী কর্মকাণ্ড প্রমাণিত হওয়ায় মনিরুজ্জামান মোল্যাকে সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত ২৫ মে থেকে কার্যকর হবে।

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপে ২১ মে অনুষ্ঠিত সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন মনিরুজ্জামান মোল্যা। একই সাথে আওয়ামী লীগের এমপির সাথে তার ছবি  ও ভিডিও আমাদের কাছে এসেছে। এ রকম বেশ কিছু প্রমাণ পাওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তামিম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়