ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে ময়লার গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ২৬ মে ২০২৪  
নারায়ণগঞ্জে ময়লার গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। রোববার (২৬ মে) সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা অভিযুক্ত গাড়িচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত অনি রানী (৩৫) রংপুরের কাউনিয়া ব্রাহ্মণপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকা ভাড়া বাসায় থেকে একটি গার্মেন্টসে চাকরি করতেন।

আরো পড়ুন:

আটক গাড়িচালকের নাম ইকবাল (৩৫)। তিনি নগরীর খানপুর এলাকার খোকনের ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কর্মস্থলে যাওয়ার পথে সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি অন্তঃসত্ত্বা ওই নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা গাড়িটি জব্দ করে চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।

অনিক/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়