ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে শিশু নিহত

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ২৮ মে ২০২৪  
চাঁদপুরে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে শিশু নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জে আল আরাফাহ নামে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে একজন শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ফকিরবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে যায়।

স্থানীয়রা জানান, বাসটি ঢাকার উদ্দেশে রামগঞ্জ থেকে ছেড়ে ফকির বাজারের কাছে আসলে যাত্রীসহ বাসটি পুকুরে পড়ে যায়। সড়কের বেহাল দশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তারা।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে গেছে। উদ্ধার কাজ চলছে। একজন শিশু মারা যাওয়ার খবর পেয়েছি এবং এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দ্রুত বাসটিও উপরে তুলতে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

জয়/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়