ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরাকান আর্মির গুলিতে আহত বাংলাদেশি জেলের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ২৮ মে ২০২৪  
আরাকান আর্মির গুলিতে আহত বাংলাদেশি জেলের মৃত্যু

ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের আরাকান আর্মির গুলিতে আহত জেলে হোসেন আলী (৪৮) মারা গেছেন। মঙ্গলবার (২৮ মে) রাত ৯টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি।

ওসি ওসমান গণি জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার দিবাগত রাতে হোসেন আলীর মৃত্যু হয়। 

আরো পড়ুন:

নিহতের পরিবারের সদস্যদের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২২ মে সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারিঙ্গা ঘোনা অংশের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে হোসেন আলী গুলিবিদ্ধ হন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল দিবাগত রাতে তিনি মারা যান।
 

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়