ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শায়েস্তাগঞ্জে ১২৭ বস্তা চিনিসহ দুইজন গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ৩১ মে ২০২৪   আপডেট: ১৩:২৬, ৩১ মে ২০২৪
শায়েস্তাগঞ্জে ১২৭ বস্তা চিনিসহ দুইজন গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে অবৈধভাবে আসা ১২৭ বস্তা ভারতীয় চিনিসহ রাহিম মিয়া (২০) ও উৎস পাল (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত রাহিম মিয়া সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা এবং উৎস পাল শায়েস্তাগঞ্জ পৌরসভার উদয়ন আবাসিক এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া ও ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের নেতৃত্বে এসআই জাকারিয়া আহমেদসহ একদল পুলিশ পৌর শহরের হাসপাতাল সড়কের একটি গুদাম থেকে এসব চিনি আটক করেন। এ সময় তারা ওই দুইজনকে গ্রেপ্তার করেন। এ ব্যাপারে থানা মামলা হয়েছে।

শুক্রবার (৩১ মে) দুপুরে ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, অবৈধভাবে ভারত থেকে চিনিগুলো এনে গুদামজাত করে রাখা হয়েছিল। পুলিশ গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে চিনিসহ দুইজনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে আর কেউ জড়িত রয়েছেন কিনা, খতিয়ে দেখা হচ্ছে।  জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

মামুন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়