ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে যুবক নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ১ জুন ২০২৪   আপডেট: ০৮:৪১, ১ জুন ২০২৪
ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে যুবক নিখোঁজ

তানভীর। ফাইল ফটো

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে তানভীর (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩১ মে) বিকেল ৫টার দিকে ভৈরবের মেঘনা নদীর ওপর শহীদ হাবিলদার রেলওয়ে সেতু পাড় হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি যখন সেতুটি পাড় হচ্ছিল তখনই মেঘনা নদীতে পড়ে ওই যুবক নিখোঁজ হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।

তানভীর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার দেবগ্রামের মেরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তানভীরের। কিন্তু অনিবার্য কারণে তার ফ্লাইট বাতিল হয়ে যায়। পরে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে করে বাবা মেরাজ মিয়ার সঙ্গে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন তানভীর। সেতু পার হওয়ার সময় নিখোঁজ তানভীর ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিলেন। ট্রেনটি সেতুর মাঝামাঝি গেলে অসাবধানতায় সে দরজা থেকে নদীতে পড়ে যান। পরে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তানভীরের সন্ধান মেলেনি।

রুমন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়