ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড সচিব

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ২ জুন ২০২৪  
সাতক্ষীরার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড সচিব

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের জরাজীর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের সচিব নাজমুল আহসান। 

শনিবার (১ জুন) তিনি শ্যামনগর উপজলার গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী পরিদর্শন করেন। এর আগে তিনি খুলনা জেলার কয়রা উপজেলার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ঘুরে ঘুরে দেখেন।

এ সময় তার সঙ্গে ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবিবুর রহমান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইমরান সরদার ও উপ-বিভাগীয় প্রকৌশলী রাশিদুল ইসলাম।

পানি উন্নয়ন বোর্ডর সচিব নাজমুল আহসান এ সময় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি বেড়িবাঁধের ধারে বনায়ন কর্মসুচির প্রকল্প হাত নেওয়া হবে বলে জানান। এছাড়া মেগা প্রকল্পের ফান্ড জটিলতা নিরসনসহ এনডিআর প্রকল্পের বরাদ্দ দ্বিগুণ করার আশ্বাস দেন। 

শাহীন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়