ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানসিক ভারসাম্যহীন নারীকে গলা কেটে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ২ জুন ২০২৪  
মানসিক ভারসাম্যহীন নারীকে গলা কেটে হত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (০২ জুন) ভোর রাতে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চৌধুরী বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম জানান, কোটালীপাড়া উপজেলার চৌধুরী বাজারের মাছের চান্দিনায় ওই মানসিক ভারসাম্যহীন নারী প্রায় চার বছর ধরে অবস্থান করে আসছিলো।

তিনি আরো জানান, রোববার ভোর রাতে কে বা কারা ওই নারীকে গলা কেটে হত্যা করে একটি পরিত্যক্ত ভবনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে সকালে এলাকাবাসী দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। 

হত্যার শিকার ওই নারীর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে দ্রুত এই হত্যার কারণ উদঘাটন করতে পারবো বলে আশা প্রকাশ করেন ওসি।

/বাদল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়