ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বড়তলী ইউপি চেয়ারম্যানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ 

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ৩ জুন ২০২৪  
বড়তলী ইউপি চেয়ারম্যানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ 

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতুমং মারমা হত্যা মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ জুন) বিকেলে এতথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওয়াইভার ত্রিপুরা (৫০), সাধু চন্দ্র ত্রিপুরা (৫৩), সত্য চন্দ্র ত্রিপুরা (৫৯) এবং সুজন ত্রিপুরা (৫৭)।

আরো পড়ুন:

আরও পড়ুন: রাঙামাটিতে গুলিতে আহত ইউপি চেয়ারম্যান মারা গেছেন

পুলিশ সুপার আবু তৌহিদ বলেন, ‘গতকাল রোববার দিবাগত রাতে রাঙামাটি জেলা শহরের রিজার্ভ বাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মামলার এজহারভুক্ত আসামি এবং একই ইউনিয়নের বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

আরও পড়ুন: রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান আহত

প্রসঙ্গত, গত ২১ মে রাতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন আতুমং মারমা। তার হাতে ও পায়ের উরুতে গুলি লাগে। গুরুতর অবস্থায় তাকে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে উন্নতি চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩০ মে রাতে মারা যান এই ইউপি চেয়ারম্যান। পরদিন ৩১ মে সন্ধ্যায় নিহতের বড় ভাই ক্যাচিমং মারমা বাদী হয়ে বিলাইছড়ি থানায় হত্যা মামলা করেন।

বিজয়/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়