ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেট কারাগারে কয়েদির আত্মহত্যা, বহিষ্কার ৩

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ৩ জুন ২০২৪  
সিলেট কারাগারে কয়েদির আত্মহত্যা, বহিষ্কার ৩

সিলেট কেন্দ্রীয় কারাগারে মো. ইউনুস আলী (২২) নামে এক কয়েদি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ কারাগারের একটি ওয়ার্ড থেকে উদ্ধার হয়। এ ঘটনায় দুই কারারক্ষীসহ ৩ জনকে সাময়িক বহিষ্কার করেছে কারা কর্তৃপক্ষ।

মারা যাওয়া ইউনুস সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে। তিনি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। 

আরো পড়ুন:

সিলেট বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়া বলেন, নিহত ব্যক্তি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন। প্রাথমিকভাবে তিনি নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী এবং একজন সহকারী হেড ওয়ার্ডকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

তিনি আরও বলেন, ইউনুস আলী দুই বছরের সাজাপ্রাপ্ত কয়দি ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়