ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৪ জুন ২০২৪  
ফরিদপুরে ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের বোয়ালামারীতে শিশুকে ধর্ষণ এবং হত্যার দায়ে রাসেল সিকদার (২৩) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ জুন) দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত রাসেল বোয়ালমারী থানার ইছাডাঙ্গা গ্রামের মনোয়ার সিকদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ আগস্ট সন্ধ্যায় নিজ বাড়ির গোসল খানায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন রাসেল। পরে তিনি শিশুটির হাত-পা বেঁধে এবং গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। পরিবার শিশুটিকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে মসজিদে মাইকিং করে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯- নম্বরে কল করে পুলিশকে জানায়। এসময় পালানোর চেষ্টা করলে রাসেলকে আটক করে পুলিশ। পরে রাসেলের দেখানো গোসল খানার ভেরত থেকে শিশুটির লাশ উদ্ধার হয়।

এ ঘটনায় মারা যাওয়া শিশুর বাবা পরদিন বাদী হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। রাসেল পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক মো. আজাদ হোসেন গত বছরের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র  দেন। দীর্ঘ শুনানি পর আজ বিচারক আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে রাসেলকে নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ আইনের ১৯(৪)(খ) ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা এবং ৩০২ ধারায় আরো ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী স্বপন পাল বলেন, রায়ে আমরা খুশি।

নিহত শিশুর বাবা বলেন, রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা সন্তুষ্ট হবো না।

তামিম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়