ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাল ভোট দেওয়ার চেষ্টা, ৬ মাসের কারাদণ্ড

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ৫ জুন ২০২৪  
জাল ভোট দেওয়ার চেষ্টা, ৬ মাসের কারাদণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার ও জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে মোশাররফ কাজী নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৫ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মোশাররফের বাড়ি সদর ইউনিয়নের গঙ্গিপাড়া গ্রামে। তার বাবার নাম নসা কাজী। 

বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল। 

তিনি জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি একবার ভোট দিয়ে পুনরায় মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করে বুথে গিয়ে ভোট দেওয়ার চেষ্টা করেন। এমন অভিযোগে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ইমরান/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়