ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অল্পের জন্য রক্ষা পেল ঢালারচর এক্সপ্রেস

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ৮ জুন ২০২৪  
অল্পের জন্য রক্ষা পেল ঢালারচর এক্সপ্রেস

নাটোরের বাগাতিপাড়ায় আবারও রেললাইনে ভাঙন দেখা দিয়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢালারচর এক্সপ্রেস ট্রেন। শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার মাড়িয়া রেলগেট এলাকায় রেললাইনে ভাঙন দেখতে পান স্থানীয়রা।

এলাকাবাসী জানান, রাজশাহী থেকে পাবনাগামী ঢালারচর এক্সপ্রেস কমিউটার ট্রেন আসতে দেখে লাল কাপড় ও হাত তুলে থামানোর চেষ্টা করেন তারা। কিন্তু ট্রেনের গতি দেখে বুঝতে পারেন, ভাঙার আগে ট্রেনটি থামানো সম্ভব না। পরে রেললাইনের ভাঙা জায়গায় চটের বস্তা গুঁজে দিলে তার ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। ফলে লাইনচ্যুতের ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

আরো পড়ুন:

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, ৫০ বছরের আগের রেললাইন হওয়ায় এমন ঘটনা ঘটেছে। খবর পেয়ে আব্দুলপুর জংশন থেকে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে লাইনটি মেরামত করেছেন।

এর আগে, গত ৮ মে উপজেলার লোকমানপুর এলাকায় রেললাইনে ভাঙন দেখা যায়।

আরিফুল/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়