ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে ছুরিকাঘাতে হোটেল কর্মচারী নিহত

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ৯ জুন ২০২৪  
কক্সবাজারে ছুরিকাঘাতে হোটেল কর্মচারী নিহত

নিহত নুরুল কাদের

কক্সবাজার সদরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বেস্টওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের এক কর্মচারী নিহত হয়েছেন। রোববার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলাতলী সমুদ্রসৈকতের বেলি হ্যাচারি পয়েন্টে তাকে হত্যা করা হয়। 

নিহত নুরুল কাদের (২৩) চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়নের উপরপাড়ার বাসিন্দা ইব্রাহীমের ছেলে। 

আরো পড়ুন:

শেফ সহকারী মোহাম্মদ বাদশা বলেন, হোটেলের কাজ শেষ করে নুরুল কাদের ও দুই সহকর্মী সন্ধ্যায় সৈকতে ঘুরতে যান। এসময় ছিনতাইকারীরা দুর্বৃত্তরা নুরুল কাদেরের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এরই এক পর্যায়ে দুর্বৃত্তরা নুরুল কাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল কাদেরকে মৃত ঘোষণা করেন।  

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে। 

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়