ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৫ মণ ওজনের ‘প্রিন্স মামুন’ নজর কাড়ছে সবার

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১০ জুন ২০২৪   আপডেট: ১২:৩৯, ১০ জুন ২০২৪
২৫ মণ ওজনের ‘প্রিন্স মামুন’ নজর কাড়ছে সবার

লম্বা ১২ ফুট। উচ্চতা সাড়ে ৬ ফুট। শখ করে গরুটির নাম রাখা হয়েছে প্রিন্স মামুন। দুই বছর ধরে গরুটি লালন-পালন করছেন মাদারীপুর সদর উপজেলার মাথাভাঙ্গা এলাকার আয়উব আলী বেপারী। প্রিন্স মামুনের ওজন ২৫ মণ। গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা।

 আয়উব আলী বেপারী বলেন, দুই বছর ধরে দেশীয় খাবার খেয়ে বড় হয়েছে প্রিন্স মামুন। প্রতিদিন কমপক্ষে ২৫ কেজি খাবার দরকার হয়। 

আরো পড়ুন:

প্রিন্স মামুন জেলার সবচেয়ে বড় গরু দাবি করে আয়উব আলী জানান, ১৫ লাখ টাকা হলে তিনি গরুটি বিক্রি করবেন। 

মহিষেরচর এলাকা থেকে আসা সামিউল ইসলাম নামে এক ক্রেতা বলেন, গরুটি দেখে ভালোই লেগেছে। পরিবারের সঙ্গে আলাপ করে আবারও আসব। তেমন হলে গরুটি কিনবো। 

খামারি আয়উব আলী বেপারীর ছোট ভাই শামীম হোসেন বেপারী বলেন, সম্পূর্ণ দানাদার খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করা হয়েছে। পরিশ্রম অনুযায়ী প্রিন্স মামুনের দাম আশা করছি। ক্রেতারা আসছেন, দামও বলছেন। হয়তো কোরবানির আগেই বিক্রি হয়ে যাবে।

গরু মালিক আয়উব আলী বেপারী জানান, ছোটভাই শামীম হোসেন বেপারীকে সঙ্গে নিয়ে পরম যত্নে গরুটি পালছেন। ১৫ লাখ টাকাতে বিক্রি করতে পারলে তারা খুশি। 

বেলাল রিজভী/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়