ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেরানীগঞ্জের সড়কে হাতি নিয়ে চাঁদাবাজি! 

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ১১ জুন ২০২৪  
কেরানীগঞ্জের সড়কে হাতি নিয়ে চাঁদাবাজি! 

ঢাকার কেরানীগঞ্জের সড়কে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এই সড়কের চালক ও যাত্রীদের অভিযোগ, চলন্ত বাস-ট্রাক ও অটো-সিএনজি থামিয়ে জোর করেই টাকা আদায় করছেন হাতির মাহুত। 

এমন কি এ উপদ্রব থেকে মুক্ত নয় রাস্তার পাশের দোকানিরাও। হাতিকে টাকা দেওয়া ছাড়া কোন যানবাহন চলাচল করতে পারেনা সামনে দিয়ে। আবার টাকা কম দিলেও না নেওয়ার অভিযোগ রয়েছে হাতির ওই মাহুতের বিরুদ্ধে। আর এতে ভোগান্তিতে রয়েছে এই রোডে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা। 

সোমবার (১০ জুন) সরেজমিনে গিয়ে দেখা গেছে, কেরানীগঞ্জ উপজেলার কদমতলী, জিনজিরা,কোনাখোলা, শাক্তা, রোহিতপুর এলাকায় হাতি দিয়ে চাঁদাবাজি করছে এক যুবক। এর এক সপ্তাহ আগেও এই রোডে চাঁদাবাজি করতে দেখা গেছে এই যুবককে।

ব্যস্ততম  সড়কের মাঝে যানবাহন থামিয়ে ইচ্ছে মতো চাঁদা আদায় করছিলেন তিনি। চাঁদা আদায় ছাড়া কোনোভাবেই তার বাধা অতিক্রম করতে পারছিলেন না গাড়িচালকরা। কেউ কেউ হাতিকে এড়িয়ে যেতে দ্রুত গতিতে বিপজ্জনকভাবে রাস্তার পাশ দিয়ে গাড়ি চালিয়ে যেতেও দেখা গেছে। 

চাঁদা না দিলে হাতি দিয়ে ভয় দেখানোরও অভিযোগ করেছেন অনেক পথচারী।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ বলেন, হাতি বা বন্য প্রাণী নিয়ে সড়কে চাঁদাবাজি করা দুঃখজনক এবং অমানবিক।  শিগগিরই এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শিপন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়