ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ১১ জুন ২০২৪  
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকা থেকে ১৪৭০ পিস ফেনসিডিল ও ৪ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০৷

মঙ্গলবার (১১ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদ উদ্দিন৷ গ্রেপ্তারকৃতরা হলেন- শেখ শফিজুল ইসলাম (৪৭) ও মো. মাসুদ রানা (৪২)৷

আরো পড়ুন:

লেফটেন্যান্ট কর্নেল ফরিদ উদ্দিন বলেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে মাদকের একজন বড় ডিলার তার সঙ্গীয় অপরাপর ব্যবসায়ীদের সহযোগে বিপুল পরিমাণ ফেনসিডিল দেশের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় মজুদ করে রাখছে। এ বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তারা গতকাল রাত ৯টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন উত্তর পানগাঁও এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে উল্লিখিত ঘটনাস্থল থেকে শফিজুল কর্তৃক ভাড়াকৃত একটি প্রাইভেট কারের ভিতরে ৩৭০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত শফিজুল ও মাসুদকে জিজ্ঞাসাবাদ করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শফিজুলের ভাড়াকৃত একটি কক্ষ থেকে আরও ১ হাজার ১০০ বোতল ফেনডিসিল জব্দ করা হয়।

এতে করে এ অভিযানে ৪৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের সর্বমোট ১ হাজার ৪৭০ বোতল ফেনসিডিল এবং ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।  এ সময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার ও ১টি মোটর সাইকেল এবং মাদক বিক্রয়ের ১ লাখ ৪৮ হাজার ছয়শত টাকা জব্দ করা হয়।

শিপন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়