ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের আগে আগুনে পুড়ে মরল ১৩ গরু

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ১২ জুন ২০২৪  
ঈদের আগে আগুনে পুড়ে মরল ১৩ গরু

মাদারীপুরের শিবচরে আগুনে পুড়ে ১৩টি গরু মারা গেছে। মঙ্গলবার (১১ জুন) দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

এলাকাবাসী বলেন, শিবচরের চান্দেরচর বাজারের খামারি মিলন মুন্সির খামারে রাত ৩টার দিকে আগুন লাগে। পরে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে খামারে থাকা ১৩টি গরু পুড়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এছাড়া প্রায় ১০ লাখ টাকার মুরগি পুড়ে মারা গেছে। ঈদের কয়েকদিন আগে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় খামারি মিলন মুন্সি নিঃস্ব হয়ে গেছেন।

আরো পড়ুন:

ক্ষতিগ্রস্ত খামারি মিলন মুন্সি বলেন, স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই প্রায় ১০ লাখ টাকার মুরগি ও ১৩টি গরু মারা গেছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

বেলাল/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়