ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদযাত্রায় চাপ নেই 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যান চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ১৩ জুন ২০২৪   আপডেট: ১৩:০৯, ১৩ জুন ২০২৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যান চলাচল স্বাভাবিক

ঈদ‌কে কেন্দ্র ক‌রে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে যানবাহনের চাপ বাড়লেও চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে দেখা গেছে।

এর আগে ভোররাত হতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় হতে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়ক জুড়ে পরিবহনের ধীরগতি ছিল। এতে চরম বিপাকে পড়ে যাত্রী-চালকেরা।

পুলিশের দাবি, প‌রিবহ‌নের অতিরিক্ত চাপ ও গরু-বালুবাহী ট্রাকের কারণে গভীর রাতে সেতুপূর্বপাড়ে ধীরগতির সৃষ্টি হয়। এতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় ১৩ কি‌লো‌মিটার অং‌শে ধীরগ‌তি দেখা দেয়। পরে স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, রাতে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত তিন স্থানে ছোটখা‌টো দুর্ঘটনা হয়। এতে ১৩ কি‌লো‌মিটার অং‌শে ধীরগ‌তি থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।

কাওছার/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়