ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদ-আনন্দে শোকের ছায়া 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ১৭ জুন ২০২৪  
ঈদ-আনন্দে শোকের ছায়া 

লক্ষ্মীপুরের সদর উপজেলায় কোরবানির ঈদের দিন সোমবার (১৭ জুন) ডোবার পানিতে ডুবে আড়াই বছরের শিশু আয়ানের মৃত্যু হয়েছে৷ এতে মা-বাবা ও আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আয়ানের শোকে তার মা বার বার মুর্ছা যাচ্ছেন।

সকাল ১০টার দিকে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের ওসমান হাজীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আয়ান ওই বাড়ির খোরশেদ আলমের ছেলে। সন্ধ্যায় মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন:

আয়ানের খালা শারমিন আক্তার জানান, আয়ানকে একা ঘরে রেখে তার মা বাড়ির পাশের পুকুরে পানি আনতে যান। ঘরে ফিরে তাকে দেখতে পায়নি। এতে ঘরের পাশের ডোবায় তাকে খুঁজতে নামে। ওই ডোবা থেকে আয়ানকে উদ্বার করা হয়। পরে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়