ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জমি নিয়ে রিরোধ, সংঘর্ষে আহত ১৬

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ২২ জুন ২০২৪  
জমি নিয়ে রিরোধ, সংঘর্ষে আহত ১৬

মানিকগঞ্জের ঘিওরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২২ জুন) সকালে উপজেলার সিংজুরী ইউনিয়নের কাশেমপুর গ্রামে মারামারি হয়।এ ঘটনায় ঘিওর থানায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। 

আহতদের মধ্যে ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ২৫ বছর আগে বীরসিংজুরী গ্রামের মো. দেলোয়ার হোসেন একই গ্রামের কাঙ্গালী মিয়ার কাছ থেকে ৯ শতাংশ জমি কেনেন। দীর্ঘদিনেও কাঙ্গালী মিয়া জমি সঠিকভাবে বুঝিয়ে দেননি। আজ সকালে দেলোয়ার হোসেন জমির বিষয়ে কথা বলতে গেলে কাঙ্গালীর মিয়ার ছেলে রাজা মিয়ার সঙ্গে তার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে দেলোয়ার হোসেন, রাজা মিয়া, সিয়াম, শামীম, জাহিদসহ অন্তত ১৬ জন আহত হন। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, মারামারির বিষয়ে দুই পক্ষই পৃথক অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চন্দন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়