ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারত ভ্রমণ শেষে দেশে ফেরার পথে বাংলাদেশি পর্যটকের মৃত্যু

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২৩ জুন ২০২৪   আপডেট: ১০:১৬, ২৩ জুন ২০২৪
ভারত ভ্রমণ শেষে দেশে ফেরার পথে বাংলাদেশি পর্যটকের মৃত্যু

ফাইল ফটো

ভারত ভ্রমণ শেষে দেশে ফেরার পথে জুনায়েদ হোসাইন (৪৫) নামে এক বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ডাউকি সীমান্তে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে ডাউকি ইমিগ্রেশন পুলিশ মরদেহ তামাবিল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে। জুনায়েদ হোসাইন ঢাকার শ্যামলীতে বসবাস করতেন।

ইমিগ্রেশন সূত্র জানায়, গত ১৯ জুন স্ত্রী ও সন্তানদের নিয়ে তামাবিল ইমিগ্রেশন হয়ে ভারত ভ্রমণে গিয়েছিলেন জুনায়েদ হোসাইন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দেশে ফেরার উদ্দেশ্যে ডাউকি ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেন তিনি।

আরো পড়ুন:

ইমিগ্রেশন কার্যক্রম শেষে বিএসএফের চেকপোস্টে আসার পর জুনায়েদ জানান, তার সন্তানের পাসপোর্টে ভারতের ডাউকি ইমিগ্রেশনে সিল দেওয়া হয়নি। পাসপোর্টে সিল আনতে পুনরায় ইমিগ্রেশনে যাওয়া পথে বুকের ব্যথা অনুভব করেন তিনি। এ সময় জুনায়েদ মাটিতে লুটিয়ে পড়লে ভারতের ডাউকি ইমিগ্রেশন পুলিশ চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের (ইনচার্জ) মো. রুনু মিয়া বলেন, ঘটনার পর ডাউকি ইমিগ্রেশন পুলিশ বিষয়টি আমাদের অবগত করে। পরে ভারতের ডাউকি পুলিশ আইনগত প্রক্রিয়া শেষ করে রাত সাড়ে ১২টার দিকে জুনায়েদ হোসাইনের মরদেহ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ তামাবিল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নূর/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়