ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু 

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ২৩ জুন ২০২৪  
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু 

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় মারা যান তিনি। তার নাম পরিচয় জানা যায়নি। 

স্থানীয়দের বরাত দিয়ে গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, বগুড়া থেকে গাইবান্ধার দিকে আসছিল একটি ট্রেন। ওই নারী শহরের স্টেডিয়াম সংলগ্ন মাইক্রোবাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন দেখতে পেয়ে তিনি দৌঁড়ে লাইনের ওপর উঠে দাঁড়ান। এরপরই তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান। মারা যাওয়া নারীর পরনে ছিল লাল রঙের শাড়ি। হাতে একটি মোবাইল ফোনও ছিল। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আরো পড়ুন:

গাইবান্ধার বোনাপাড়া রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, মারা যাওয়া নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সোমবার ময়নাতদন্ত শেষে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়