ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে বিপুল পরিমাণ অবৈধ বিয়ার জব্দ, গ্রেপ্তার ৩

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ২৮ জুন ২০২৪  
পটুয়াখালীতে বিপুল পরিমাণ অবৈধ বিয়ার জব্দ, গ্রেপ্তার ৩

পটুয়াখালীতে বিপুল পরিমাণ অবৈধ বিয়ারসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় একটি কার্গো ট্রাকও জব্দ করা হয়।

শুক্রবার (২৮ জুন) ভোররাতে পটুয়াখালী টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ২৬ হাজার ৮৮০ ক্যান চাইনিজ বিয়ার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর জেলার ফুলবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে বাসিরুল ইসলাম (২৮), কলাপাড়ার নাচনাপাড়া চৌরাস্তা এলাকার রফিক হাওলাদারের ছেলে মেহেদী হাসান রাব্বি (২৩) ও বরিশাল কাউনিয়া এলাকার বাসিন্দা কার্গো ট্রাকের চালক রুবেল মুন্সী (২৭)।

বাসিরুল ও মেহেদী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে কর্মরত। 

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চায়না থেকে নৌ-পথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে। এখান থেকে ঢাকায় পাচারকালে জব্দ করা হয়। স্বাধীনতার পরে বরিশাল বিভাগে অবৈধ বিয়ার জব্দের এটাই সবচেয়ে বড় চালান। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত আছে তদন্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

ইমরান/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়