ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৫ কেজির পাখি মাছ ৪ হাজার টাকায় বিক্রি

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ২৮ জুন ২০২৪  
২৫ কেজির পাখি মাছ ৪ হাজার টাকায় বিক্রি

নিলামে পাখি মাছটি কেনেন এনায়েত বেপারী

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি পাখি মাছ। শুক্রবার (২৮ জুন) দুপুরে চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে মাছটি ৩ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে ধরা পড়া আরও একটি পাখি মাছ আজ সকালে  ১২০০ টাকায় বিক্রি করা হয়েছে একই আড়তে। 

স্থানীয়রা জানান, মনির মাঝি নামে এক জেলে আজ শুক্রবার ভোরে মেঘনা নদীতে মাছ ধরতে যান। নদী থেকে অন্যান্য মাছের সঙ্গে একটি পাখি মাছও ধরেন তিনি। মাছটি আজ দুপুরে চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে নিলামে তোলা হয়। নিলামে মাছটি ৩ হাজার ৯০০ টাকায় এনায়েত বেপারী কিনে নেন। এর আগে, একই দিন সকালে ২০ কেজি ওজনের আরেকটি পাখি মাছ কিনেন এনায়েত বেপারী। মাছটি নরম থাকায় ১২০০ টাকায় কেনেন তিনি।

আরো পড়ুন:

মনির মাঝির সঙ্গে কাজ করা হৃদয় বলেন, ‘বছরে দুই-একবার এ ধরনের বড় মাছ জালে ওঠে। মাছগুলো দ্রুত গতিসম্পন্ন, তাই অনেকে পাখি নামেও চেনেন। সুস্বাদু হওয়ায় এই মাছের চাহিদা অনেক।’

এনায়েত বেপারী বলেন, ‘সকালে একটা পাখি মাছ কিনেছি। দুপুরে আরাে একটা কিনলাম। এই মাছ সহজে পাওয়া যায় না। মাছটি দেখতে অনেকেই ভিড় জমিয়েছিলেন বাজারে। খেতে সুস্বাদু হওয়ায় দাম ভালো পাওয়া যায়।’

মেঘনা ফিশিং এজেন্সির ম্যানেজার হাবিব ভূইয়া বলেন, ‘মনির মাঝি আমাদের আড়তে তার সব মাছ নিয়ে আসেন। তার মধ্যে ইলিশ মাছ বেশি ছিল। তারপর একটা পাখি মাছ নিলামে তুলি। নিলামের মাধ্যমে এনায়েত বেপারী ৩ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন।’

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, ‘স্থানীয়দের কাছে এই মাছটি পাখি মাছ হিসেবে পরিচিত। গভীরে চলাচল করায় তেমন একটা ধরা পড়ে না। এ মাছগুলো অনেক দ্রুত গতির। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ছুটতে পারে এই মাছ।’

সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়