ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

চুয়াডাঙ্গায় সড়কের পাশে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৯ জুন ২০২৪  
চুয়াডাঙ্গায় সড়কের পাশে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সন্তোষপুর তেল পাম্পের কাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
মনোহরপুর ইউপি সদস্য ফরহাদ হোসেন জানান, সকালে সন্তোষপুর মোড়ের লোকজন প্রধান সড়কের পাশে ঝোপের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায়। বিষয়টি জীবননগর থানা পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম জাবিদ হাসান জানান, ষাটোর্ধ অজ্ঞাতনামা বৃদ্ধ ব্যক্তি দীর্ঘদিন ধরে পাগলের বেসে সন্তোষপুর এলাকায় ঘোরাফেরা করতেন। তাকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘুমিয়ে থাকতে দেখা যেতো। সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ সন্তোষপুর সড়কের পাশের ঝোপ থেকে তার মরদেহ  উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে ভোরের দিকে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। 

তিনি আরও বলেন, যেহেতু মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যাচ্ছে না তাই মরদেহের ময়নাতদন্তের পর সরকারী নিয়মে দাফনকাজ সম্পন্ন করা হবে।

মামুন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়