ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ২৯ জুন ২০২৪  
কুষ্টিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় মিরপুর উপজেলায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার মালিহাদ ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মাঠে ঘাস কাটার সময় তার ওপর বজ্রপাত হয়। 

মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন বলেন, নিহত কহাজ্জেল ফুলবাড়িয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। এসএসসি পরীক্ষায় ফেল করায় তিনি কৃষি কাজ শুরু করেন। গরুর জন্য ঘাস কাটতে বাড়ির কাছে মাঠে গেলে বজ্রপাতে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

আরো পড়ুন:

তিনি আরও জানান, লাশ বাড়িতে আছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। এরপর দাফন করা হবে।

কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়