ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফের সীমান্তে বিজিবির অভিযান, ২ কেজি ক্রিস্টালমেথ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৩০ জুন ২০২৪  
টেকনাফের সীমান্তে বিজিবির অভিযান, ২ কেজি ক্রিস্টালমেথ উদ্ধার

কক্সবাজারে টেকনাফে নাফ নদীর হাড়িয়াখালী সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ১১৭ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি। তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২৯ জুন) মধ্যরাতে এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, শনিবার মধ্যরাতে নাফ নদীর হাড়িয়াখালী এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে নাফ নদী পার হয়ে বস্তা সাথে নিয়ে সন্দেহজনক তিনজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এসময় পাচারকারিরা বস্তাটি ফেলে লোকালয়ের ভিতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি করে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তা ও কিরিচ দা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ২ কেজি ১১৭ গ্রাম ক্রিস্টালমেথ আইস।

উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।

তারেকুর/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়