ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২ জুলাই ২০২৪  
চট্টগ্রামে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকায় লরিচাপায় রাশেদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে। 

মঙ্গলবার (০২ জুলাই) বেলা ১২টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাশেদ নগরীর নিউমুরিং বড়পুল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালক আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নামার সময় পড়ে যান। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা রাশেদ রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা একটি লরি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

   

রেজাউল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়