ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাজেকে আটকা পড়েছেন শতাধিক পর্যটক

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ২ জুলাই ২০২৪   আপডেট: ১৬:৫৬, ২ জুলাই ২০২৪
সাজেকে আটকা পড়েছেন শতাধিক পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলের কারণে কাচালং নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সাজেকে শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

সাজেকের কুঁড়েঘর রিসোর্টের ম্যানেজার সাইফুল ইসলাম জানান, রোববার থেকে ভারী বৃষ্টির ফলে কাচালং নদীতে পানি বৃদ্ধি হয়ে মাচালং ও বাঘাইহাটে রাস্তার ওপর পানি উঠে যাওয়ায় সাজেকে কয়েক শ’ পর্যটক আটকে পড়েছেন।

সাজেক ইউনিয়ন পরিষদ সচিব বিশ্বজিৎ চক্রবর্ত্তী জানান, কাচালং নদীর পানি বৃদ্ধি হওয়ায় বাঘাইহাটসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি উঠে গেছে। এতে মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি ঢলে কাচালং নদীর পানি বেড়ে যাওয়ায় সাজেকের আশেপাশের এলাকা প্লাবিত হয়ে সড়কে যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। যে কারণে সাজেক থেকে পর্যটকবাহী যানগুলো ছেড়ে যেতে পারেনি।

বিজয়/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়