ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় গাছে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৫

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ৪ জুলাই ২০২৪   আপডেট: ১০:০০, ৫ জুলাই ২০২৪
পাবনায় গাছে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৫

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৫ জন নিহত হয়েছেন। এতে ৩ আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আরো পড়ুন:

ঈশ্বরদীর পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, মাইক্রোবাসটি রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যায়। আহত ৪ জনকে উদ্ধার করে পাবনার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, মাইক্রোবাসটির উদ্ধারের কার্যক্রম চলছে।  

শাহীন/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়