ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৪ বছরেও শেষ হয়নি ব্রিজ নির্মাণ, এলাকাবাসীর ভোগান্তি

কেরানীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ৫ জুলাই ২০২৪  
৪ বছরেও শেষ হয়নি ব্রিজ নির্মাণ, এলাকাবাসীর ভোগান্তি

৪ বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণকাজ

ঢাকার কেরানীগঞ্জে দীর্ঘ ৪ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি বাজারের ব্রিজের নির্মাণকাজ। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা গেছে, প্রায় ১৫ বছর আগের পুরনো ব্রিজ ভেঙে সেখানে নতুন ব্রিজ নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে ২০২০ সালের ২৭ এপ্রিল কাজ শুরু হয়।

জিডিপি-৩ প্রকল্পের আওতায় কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি-হোগলাকান্দি রোডের সিংহ নদীর উপর ২০০ মিটার টেইনেজ ৬০.০০ মিটার আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজের দায়িত্ব প্রিন্স মামুন জয়েন্ট ভেঞ্চার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পায়। কাজ শেষ করার কথা ছিল ২০২১ সালের ২৭ এপ্রিলের মধ্যে। ব্রিজটি তৈরির প্রাক্কলিত ব্যয় ছিল ৩ কোটি ২০ লাখ ২৬ হাজার ৪৬২ টাকা।

চর খাড়াকান্দির বাসিন্দা খাইরুল বলেন, আমাদের খাড়াকান্দি বাজারের ব্রিজ নির্মাণকাজ শুরু হওয়ার চার বছর চলছে। এখন পর্যন্ত ২৫% কাজও শেষ হয় নাই। কবে আমাদের ব্রিজ হবে। এলাকার মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। কলাতিয়া ইউনিয়নসহ আশপাশের প্রায় ৩০টি গ্রামের মানুষের যাতায়াতের পথ এই নদীর উপর দিয়ে। তাদেরকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু কি তাই পাশাপাশি তাদের উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য ঢাকার বিভিন্ন বাজারে নিয়ে কেনাবেচা করতে পারছেন না। এখন যে অবস্থা সেতুর কাজ আদৌ হবে কি না বা মৃত্যুর আগে দেখতে পাবো কিনা তাও ভাবনার বিষয়।

এলাকার যুবক আরিফ বলেন, গ্রামের মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে নদীর ওপর অস্থায়ী রাস্তা তৈরি করে চলাচল করছে। বর্ষা মৌসুমে এ রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। আমরা নিরুপায় হয়ে কষ্ট করে চলাচল করছি। আমাদের খাড়াকান্দি বাজারের ব্রিজটি দ্রুত নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে ব্রিজটি নির্মাণে অতিরিক্ত সময় লাগছে। তবে ব্রিজেটির কাজ চলমান আছে। এ বছরেই ব্রিজের কাজ সপন্ন হবে বলে আশা করছি।

শিপন/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়