ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবেদ আলী আমার গাড়িচালক ছিলেন না: ড. সাদিক

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ৯ জুলাই ২০২৪   আপডেট: ২৩:১১, ৯ জুলাই ২০২৪
আবেদ আলী আমার গাড়িচালক ছিলেন না: ড. সাদিক

পিএসসি’র সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার ঘটনায় গ্রেপ্তার সৈয়দ আবেদ আলী তার গাড়িচালক ছিলেন না। তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে যোগদানের অনেক আগেই আবেদ আলী চাকরিচ্যুত হন। আবেদ আলীর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার ঘটনায় ১৭ ব্যক্তি গ্রেপ্তারের বিষয়টি নিয়ে মঙ্গলবার (৯ জুলাই) সাংবাদিকদের কাছে বক্তব্য দেন তিনি। সেখানে তিনি পিএসসির সাবেক চেয়ারম্যানদের প্রসঙ্গ তুলে ধরেন এবং তারা দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করন।

এ বিষয়ে জানতে পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‌‘সাবেক চেয়ারম্যান বলতে সদ্য সাবেক চেয়ারম্যান বিষয়টি কিন্তু এমন নয়। তিনি (আবেদ আলী) নিজেও কিন্তু বলেছেন তিনি ১৫ বছর আগে চাকরিচ্যুত হয়েছেন। তার মানে আমি চেয়ারম্যান হওয়ার অনেক আগেই তিনি চাকরিচ্যুত হন। আমি পিএসসিতে চেয়ারম্যান হিসেবে যোগদান করি ২০১৬ সালে।’

মোহাম্মদ সাদিক আরও বলেন, ‘আমার সময়কালে আমি কোনো অনিয়ম হতে দেইনি। আমি জীবন দিয়ে চেষ্টা করেছি, সাংবিধানিক এই প্রতিষ্ঠানের মান অক্ষুণ্ন রাখতে। আমার পরিবারের অনেক সদস্য পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমার এত বড়লোক ড্রাইভার ছিল না। আমার ড্রাইভার ছিলেন আবু বক্কর সিদ্দিক, তারপর শহীদ নামের একজন বয়স্ক লোক। আরও বেশ কয়েকজন আমার গাড়ি চালিয়েছেন। আবেদ আলী আমার ড্রাইভার ছিলেন না।’

পিএসসির চেয়ারম্যান হিসেবে থাকাকালে মোহাম্মদ সাদিকের ব্যক্তিগত সচিব (পিএস) ছিলেন মো. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘সাদিক স্যার যোগদানের আগেই আবেদ আলী চাকরিচ্যুত হন। সাদিক স্যারের গাড়িচালক ছিলেন আবু বকর সিদ্দিক নামে একজন।’
 

মনোয়ার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়