ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবেদ আলীর ছেলেকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

মাদারীপুর প্রতিনধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ৯ জুলাই ২০২৪  
আবেদ আলীর ছেলেকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

এ ঘটনায় সিয়ামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে মাদারীপুরের উপজেলা ছাত্রলীগ। তাকে ডাসার উপজেলা ছাত্রলীগের কমিটির সহ-সভাপতির পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ অনিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, সিয়ামকে ডাসার উপজেলা ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় সিয়ামকে ডাসার ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো।

বেলাল রিজভী/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়