ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে মাটিতে পুঁতে রাখা বিধবার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ১৩ জুলাই ২০২৪   আপডেট: ১১:০৩, ১৩ জুলাই ২০২৪
যশোরে মাটিতে পুঁতে রাখা বিধবার লাশ উদ্ধার

ফাইল ফটো

যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের সন্ন্যাসী বটতলা এলাকার মাটিতে পুঁতে রাখা সোনাবানু (৪০) নামে এক বিধবার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন সোনাবানু। খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার দুপুরে বাড়ি থেকে দূরে একটি বাগানের মধ্যে ছড়ানো ছিটানো মাটি দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে সোনাবানুর মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল।

স্বজনদের দাবি, স্বামী মারা যাওয়ার পর এক সন্তান নিয়ে দ্বিতীয় বিয়ে করেন সোনাবানু। সেই স্বামীর আগের ঘরে স্ত্রী ও সন্তান ছিল। দ্বিতীয় স্বামীর ঘরে সোনাবানুর আরও দুটি সন্তান হয়। দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে সতীনের ছেলের সঙ্গে তার বিরোধ শুরু হয়। ওই বিরোধে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। শিগগিরই হত্যার রহস্য উদঘাটন সম্ভব হবে।

রিটন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়