ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ীর হাসপাতাল থেকে পাবনার চরমপন্থী নেতার মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৪ জুলাই ২০২৪  
রাজবাড়ীর হাসপাতাল থেকে পাবনার চরমপন্থী নেতার মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজবাড়ীর হাসপাতাল থেকে পাবনার জেলার এক চরমপন্থী নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই চরমপন্থী নেতার নাম সহিদ মোল্লা। তিনি পাবনা জেলার আমিনপুর থানার বড় দুর্গাপুর গ্রামের মো. কানাই মোল্লার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু বিশ্বাস বলেন, গতকাল বিকেলে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়া এলাকার একটি মেহগনি বাগানে সহিদ মোল্লাকে মারধর করা হয়। এরপর কয়েকজন মিলে বিকেল পৌনে ৫টায় তাকে গোয়ালন্দ হাসপাতালে রেখে পালিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি প্রাণ বন্ধু বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

/রবিউল/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়