ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন দাবিতে প্রজন্ম’ ৭১ কুষ্টিয়ার মানববন্ধন  

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ১৫ জুলাই ২০২৪  
তিন দাবিতে প্রজন্ম’ ৭১ কুষ্টিয়ার মানববন্ধন  

রাজাকারদের উত্তরসূরীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণাসহ তিন দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রজন্ম’ ৭১ কুষ্টিয়ার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে সোমবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

প্রজন্ম’ ৭১ কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল প্রমুখ।

আরো পড়ুন:

প্রজন্ম ৭১’ কুষ্টিয়ার দাবিগুলো হলো-  রাজাকারদের উত্তরসূরীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণা করতে হবে। যুদ্ধাপরাধীদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করতে হবে।

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়