ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা 

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ১৫ জুলাই ২০২৪   আপডেট: ২২:২২, ১৫ জুলাই ২০২৪
মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা 

গৃহবধূ কাজলী আক্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক সেবনে বাধা ও টাকা না দেওয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (১৫ জুলাই) সকাল পৌঁনে ৮টার দিকে উপজেলার উলাক এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। 

নিহত গৃহবধূর নাম কাজলী আক্তার। তিনি একই এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম মাসুম হোসেন।

আরো পড়ুন:

নিহতের স্বজনরা জানান, প্রথম দিকে মাসুমের সঙ্গে সুখেই সংসার করছিলেন কাজলী আক্তার। কিছুদিন পর থেকেই মাসুম মাদক সেবন শুরু করেন। মাদক সেবনের টাকা না দিলে প্রায় কাজলী আক্তারের সঙ্গে  ঝগড়া করতেন মাসুম। এনিয়ে পারিবারিক বিচার সালিশও হয়েছে। আজ সকালে আবারও টাকা চান মাসুম। এসময় কাজলী আক্তারের সঙ্গে ঝগড়া হয় তার। এক পর্যায়ে ঘরে থাকা বটি ও কেচি দিয়ে কাজলী আক্তারকে কুপিয়ে হত্যা করেন মাসুম। পরে আশেপাশের লোকজন এসে মাসুমকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেন। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মাদক সেবনে বাধা দেওয়ায় হত্যাকাণ্ডটি ঘটেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়