ঢাকা     বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১

কোটা সংস্কার আন্দোলন:

বগুড়ার সাতমাথা রণ‌ক্ষেত্র, আহত ২

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ১৬ জুলাই ২০২৪   আপডেট: ১৮:১৬, ১৬ জুলাই ২০২৪

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বগুড়ায় শিক্ষার্থী‌দের সা‌থে ছাত্রলী‌গের ধাওয়া পাল্টা চল‌ছে। এ ঘটনায় রণ‌ক্ষে‌ত্রে প‌রিণত হ‌য়ে‌ছে নগরীর সাতমাথা এলাকা। 

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ৩টার দি‌কে শিক্ষার্থীরা বি‌ক্ষোভ মি‌ছিল নি‌য়ে সাতমাথায় সম‌বেত হ‌লে ছাত্রলীগ তা‌দের উপর হামলা চালায়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয়। এসময় ইটপাট‌কেল নি‌ক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া‌র ঘটনা ঘ‌টে।

পরবর্তী‌তে শিক্ষার্থী‌দের ধাওয়ার মুখে পিছু হ‌টে ছাত্রলী‌গ। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাট‌কেল নি‌ক্ষে‌পের সময় অন্তত পাঁচটি কক‌টেল বি‌স্ফোরণও ঘ‌টেছে। এসময় ইটপাট‌কে‌লের আঘা‌তে এক সাংবা‌দিক এবং এক শিক্ষার্থী আহত হ‌য়ে‌ছেন। 

বর্তমা‌নে পু‌রো সাতমাথা এলাকা শিক্ষার্থী‌দের দখ‌লে র‌য়ে‌ছে। ছাত্রলী‌গের সা‌থে শিক্ষার্থী‌দের থে‌মে থে‌মে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাট‌কেল নি‌ক্ষে‌পের  ঘটনা ঘট‌ছে। অ‌ধিকাংশ আন্দোলনকারী‌দের হা‌তে লা‌ঠি‌সোটা র‌য়ে‌ছে। ওই এলাকায় পু‌লিশ মোতা‌য়েন থাক‌লেও তা‌দেরকে সতর্কবস্থায় নি‌র্লিপ্ত থাক‌তে দেখা গে‌ছে। 

এ বিষ‌য়ে সদর ধানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)  শাহিনুজ্জামান বলেন, ‘ছাত্রদের আন্দোলনে প্রাথমিক অবস্থায় পুলিশ কোনো ভূমিকা রাখছে না। সাতমাথায় যে ঘটনা ঘটেছে সে বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এনাম/সনি

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়