ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ০৮:৪১, ১৭ জুলাই ২০২৪
মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে শহরের ইটেরপুল ও থানতলি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাইদ মুন্সি, নিয়ামত, নজরুল, বাবু, আশিক, রানা, হৃদয়, হাদি, অমিত ও ইব্রাহিম। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, শহরের ইটেরপুল এলাকার রাজন সরদারের ছেলে সিমান্তর (২২) সাথে থানতলি এলাকার হাবিবা (১৮) নামে এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক ছিলো। এর জের ধরে দুই পরিবার মামলায় জড়িয়ে পড়ে। সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সিমান্তর আত্মীয় উজ্জ্বল মুন্সিকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ জাহাঙ্গীর সরদার গ্রুপের লোকজন। পরবর্তীতে আহত উজ্জ্বল মুন্সিকে উদ্ধার করতে গেলে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উজ্জ্বল মুন্সি ছাড়াও কমপক্ষে ৯ জন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। 

মাদারীপুর সদর থানার ওসি সালাহ উদ্দিন বলেন, ঘটনার কিছু সময়ের মধ্যেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

বেলাল/ইমন 

সর্বশেষ

পাঠকপ্রিয়