ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলে আগুন

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ১৮ জুলাই ২০২৪  
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলে আগুন

সারাদেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও বন্দরের মদনপুর চৌরাস্তায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, শত শত শিক্ষার্থী কোটা সংস্কার দাবিতে বিভিন্ন স্লোগানে স্লোগানে মহাসড়কে অবস্থান নিয়েছেন। বেলা ১১টার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শিমরাইল আদমজী চাষাঢ়া সড়কে অবস্থান নেন তারা একই সময়ে  শিক্ষার্থীদের আরেকটি দল মদনপুর চৌরাস্তায় অংশ নিয়ে বিক্ষোভ মিছিল করে। ফলে এশিয়ান হাইওয়ের নয়াপুর-গাউশিয়া এবং মদনপুর-মোগড়াপাড়া চৌরাস্তায় যানজটের সৃষ্টি হয়। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা ছাত্রলীগের দুই নেতাকে মারধর করে তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। তবে ওই দুই নেতার নাম জানা যায়নি।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা দাবি আদায়ের জন্য নেমেছি, কোনো প্রকার বিশৃঙ্খলা করার জন্য না। আমরা কাউকে ভয় করি না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, আমরা তার বিচার চাই। আমরা যৌক্তিক আন্দোলন করছি। আমরা রাজাকার নই, স্টুডেন্ট। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

মহাসড়কে অবস্থানরত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোটরসাইকেলে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

অনিক/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়