নরসিংদীতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে নিহত ১, আহত ১৫
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে তাহমিদ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আরও প্রায় ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। নিহত তাহমিদ শহরের এম কে এম স্কুলের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে নরসিংদী জেলখানা মোড়ে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে জেলখানা মোড়ে প্রবেশ করে। তখন পুলিশ তাদেরকে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ শিক্ষার্থীদের উপর টিয়াসেলসহ রাবার বুলেট ছুড়তে শুরু করে। এসময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এরপর জেলখানা মোড়ে চার দিক থেকে অসংখ্য শিক্ষার্থী জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালায়। আশেপাশে দোকানপাটসহ পুলিশবক্সে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন,‘আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চেয়েছিলাম। পুলিশ আমাদের উপর অতর্কিত হমলা করে গুলি চালায়। নির্বিচারে সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও গুলি করে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছে। এরমধ্যে তাহমিদ নামে একজন শিক্ষার্থী নিহত হয়েছে। আমার ভাইদের রক্তে রঞ্জিত হয়ে গেছে রাজপথ।’
অডর শিক্ষার্থী মো. মাহফুজ বলেন, ‘একটি স্বাধীন দেশে আমাদের এভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করা হত্যার অধিকার কে দিয়েছে তাদের? আমরা অবৈধ কোটার জন্য জীবন দিতে পারি। দেখি কতজনকে মারতে পারে পুলিশ। আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।’
হৃদয়/সনি
- ২ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৩ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৫ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৬ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৬ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৬ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৬ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৬ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৬ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৬ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৬ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৬ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৬ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৬ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ৬ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের