ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাউন্সিলর ফারুক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ২৯ জুলাই ২০২৪  
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাউন্সিলর ফারুক গ্রেপ্তার

কাউন্সিলর ফারুক মিয়া

নাশকতাসহ একাধিক মামলার আসমি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাউন্সিলর ফারুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে শহরের ডাক বাংলো মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ফারুক মিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মোড়াইল এলাকার বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং শহর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি। 

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাসা থেকে বের হয়ে ডাক বাংলাে মোড় এলাকায় যান ফারুক মিয়া। সেসময় সিএনজি অটোরিকশায় করে সাদা পোশাকে সদর থানা পুলিশের তিন সদস্য সেখানে যান। নিজেদের পুলিশের সদস্য পরিচয় দিয়ে ফারুক মিয়াকে গ্রেপ্তার করেন তারা। পরে অটোরিকশায় তুলে ফারুক মিয়াকে তারা ব্রাহ্মণবাড়িয়া আদালতে নিয়ে যান। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‌‘ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদাতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।’

মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়