ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

সাগর উত্তাল, উপকূলে ঝরছে বৃষ্টি

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ৩০ জুলাই ২০২৪   আপডেট: ১৪:২৪, ৩০ জুলাই ২০২৪
সাগর উত্তাল, উপকূলে ঝরছে বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। গত ৫ দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় জেলায় ২৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। 

টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। অনেক নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। আবহাওয়া অনুকূলে না থাকায় মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। 

কলাপাড়া পৌর শহরের পাইকারি সবজি বিক্রেতা আকতার তালুকদার জানান, বৃষ্টির কারণে ব্যাপক ভোগান্তিতে রয়েছি। হাট-বাজারে বেচাকেনা একরকম বন্ধ হয়ে গেছে। লোকজন বাসাবাড়ি থেকে বের হতেই পারছে না। বেচাকেনা না হওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। 

মৎস্য বন্দর মহিপুরের নিজামুপর গ্রামের জেলে গিয়াস মাঝি জানান, এ মাসের ২৪ তারিখে ৬৫ দিনে অবরোধ শেষ হয়েছে। দীর্ঘদিন বসে থাকার পর এখন পড়েছি নতুন বিপাকে। সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যেতে পারছি না। সব মাঝি-মাল্লারা এখন অলস সময় পার করছেন।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আক্তার জাহান জানান, উপকূলীয় এলাকায় আগামী ৭২ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়াও এ সময়ে সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে।

ইমরান/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়